মাইলস্টোন ট্র্যাজিডি: নিথর উক্যছাইং মারমা এখন নিজ বাড়িতে, এলাকায় শোকের মাতম

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাঙামাটির শিক্ষার্থী উক্যছাইং মারমাকে তার নিজ বাড়িতে আনা হয়েছে। বিকাল সাড়ে ৬টায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া নামক এলাকায় তার লাশটি আনার সাথে সাথে শোকের মাতমে নিস্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম।
জানা যায়, নিহত উক্যছাইং মারমা শিক্ষক দম্পতি উসাইমং মারমা এবং ডেজিংপ্রু মারমার একমাত্র সন্তান। পিতা উসাইমং মারমা বলেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর আশায় অনেক কষ্ট করে ঢাকার একটি নামকরা স্কুলে পড়িয়েছি। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো।
উক্যছাইংয়ের পরিবার সূত্রে জানা যায়, তার দাহ বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ার চিতাখোলায় সম্পন্ন হবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: