নির্বাচনের জন্য চব্বিশের জুলাই অভ্যুত্থান হয়নি: মুফতি ফয়জুল করিম

নির্বাচনের জন্য ২৪ এর জুলাই অভ্যুত্থান হয়নি উল্লেখ করে বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আপনারা নির্বাচন নির্বাচন করে চিল্লাইতেছেন কেন? কারণটা কি। এটা জুলাই বিপ্লবের উদ্দেশ্য না, কোথাও লেখা নাই আমি নির্বাচন চাই। লিখা ছিল- সাম্যতা চাই, মর্যাদা চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, থাকবে না ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না, চাঁদা না দেয়ায় কোন যুবককে হত্যা করবে না। এই জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করে নাই।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তাদের সব জায়গায় চাঁদাবাজী। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না। গিয়ে দেখেন, নরসিংদী আদালতে এক দল লোক গিয়ে চাপ প্রয়োগ করে অমুকের ব্যাপারে কোন উকিল দাঁড়াতে পারবে না। এমনকি বিচারককেও চাপ প্রয়োগ করে অমুকের পক্ষে রায় দিতে হবে। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়ে থাকে তাহলে এই আন্দোলন সফল হয় নাই। যুদ্ধ শেষ হয়ে যায় নাই, আবারো যুদ্ধ করতে হবে।
ফয়জুল করিম আরো বলেন, ফখরুল সাহেব বলেছেন সকলকে নিয়ে রেইনবো ন্যাশন করবেন। আপনি বিরোধী দলের গলা টিপে ধরবেন, অত্যাচার করবেন, মানুষকে হত্যা করবেন, জুলুম করবেন। এভাবে রেইনবো ন্যাশন হয় না। এটা জুলুমবাজী হয়।
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন। এসময় ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের জেলা নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: