উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির শোক

উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (২১ জুলাই) ৮টা ৩০ মিনিটে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে একটি শোক প্রস্তাব করা হয়।
সভায় দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও পাইলটের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এদিকে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার ১৬তম দিনের মুলতবি ঘোষণার পরই বিএনপিসহ কয়েকটি দল থেকে শোকবার্তা দেওয়া হয়।
সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিমানটি মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হয়েছে, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, আমরা তাদের শহীদ বলেই মনে করি।’
বিভি/টিটি
মন্তব্য করুন: