• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যেসব দল নির্বাচন চায় না, তাদের রাজনীতি করার দরকার নাই: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২২:২৮, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
যেসব দল নির্বাচন চায় না, তাদের রাজনীতি করার দরকার নাই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব রাজনৈতিক দল নির্বাচন চায় না, মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক সেটা চায় না তাদের রাজনীতি করার দরকার নাই। তারা চাইলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে। সরকার কোনো সিদ্ধান্ত নিতে ভুল করলে তারা ধরিয়ে দিতে পারে। 

সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয়ের সামনে সারাদেশে অআইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে চট্টগ্রামে বিভাগীয় শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

যারা ভোট চায় না, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক চায় না তাদের রাজনৈতিক দল গঠন করার কি দরকার সে প্রশ্নও রাখেন তিনি।  

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাজনীতিবিদদের ব্যক্তিগত চরিত্র হননে নেমেছে, অশালীন, উস্কানীমূলক বক্তব্য রাখছে তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো ভবিষ্যত নাই। এই অসম্মানজনক আচরণের উদ্দেশ্য একটাই, যাতে করে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার গঠন করতে না পারে। তারা চায় অশান্তি।

বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থেকে এদেশের রাজনীতিতে এগোনোর কোনো সুযোগ নাই বলেও মন্তব্য করেন তিনি। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, শ্রমিক দলের বিভাগীয় সভাপতি নাজিম উদ্দীনসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2