হে আল্লাহ তোমার পছন্দের নেতৃত্ব এদেশে এনে দাও: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি। কিন্তু এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই, কুরআনের শাসন চাই। হে আল্লাহ তোমার পছন্দের নেতৃত্ব এদেশে এনে দাও, তোমার আদর্শের ভিত্তিতে দেশকে এগিয়ে নাও :
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সোয়া ১১টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরো বলেন, ‘দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।’
এর আগে জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে সান্ত্বনা দেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামান।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার প্রমুখ।
বিভি/এজেড
মন্তব্য করুন: