• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুমিল্লায় এনসিপির সমাবেশ আজ

প্রকাশিত: ১১:৪৯, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কুমিল্লায় এনসিপির সমাবেশ আজ

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ কুমিল্লায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর থেকে শুরু হয়ে কুমিল্লায় এসে শেষ হবে এই পদযাত্রা। পরে বিকাল ৫টার দিকে টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। 

জানা যায়, কুমিল্লার এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 

এদিকে, এনসিপির এসব কর্মসূচি ঘিরে কুমিল্লা নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও টাউনহল মাঠের আশপাশে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। টাউনহল মাঠের বৃক্ষ মেলা সীমিত করে এক পাশে জনসভার জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2