পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতীয়মান হচ্ছে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতিনিধি দল। বৈঠকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন তাই বিএনপি গিয়েছিল। এই মত বিনিময়টা ঘন ঘন হলে আরো ভাল হবে। সচিবালয়ে হামলায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর আগে গোপালগঞ্জে হামলা হয়েছে। এর মধ্য দিয়ে মনে হচ্ছে পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এগুলো নিয়েই কথা হয়েছে।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে যাতে কোন অস্পষ্টতা না থাকে সে ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ নিয়ে ব্যবস্থা নেবেন তিনি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: