রাষ্ট্রীয় মর্যাদায় শিক্ষিকা মাহরিনের দাফন না হওয়ায় আফরোজা আব্বাসের ক্ষোভ

ছবি: সংগৃহীত
মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাহরিনের কবর জিয়ারত করেছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
শিক্ষিকার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) সকালে শহীদ শিক্ষিকা মেহেরিন চৌধুরীর বগুলাগাড়ির নিজ বাড়িতে যান আফরোজা আব্বাস। এসময় কবর জিয়ারত শেষে নিহত শিক্ষিকার স্বামী, সন্তান, বোনসহ সকলের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহিলা দলের সভানেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শিক্ষিকার দাফন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: