• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শোক আর বিষণ্ণতার মাঝেই আজ লিটনদের সিরিজ জয়ের ম্যাচ

প্রকাশিত: ১৩:৪৬, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শোক আর বিষণ্ণতার মাঝেই আজ লিটনদের সিরিজ জয়ের ম্যাচ

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আর এই মাইলফলক যখন সামনে, তখন দেশজুড়ে বিরাজ করছে শোক। মাইলস্টোন ট্র্যাজেডির বিষণ্ণতা নিয়েই আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। 

এর আগে রবিবারে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পাকিস্তান চাইবে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে।

এই ম্যাচের সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ক্রিকেটার ও স্টাফরা কালো ব্যাজ পরবেন। কোনো মিউজিক বাজানো হবে না। ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হবে।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টাইগার বোলাররা গড়েছেন তিনটি রেকর্ড। প্রথম ম্যাচে মাত্র ১১০ রানে অল আউট হয়েছে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সর্বনিম্ম স্কোর। 

এই ম্যাচে তিনটি রান আউটের শিকার পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি রান আউট করেনি এর আগে। চার ওভারের স্পেলে মুস্তাফিজ মাত্র খরচ করেছেন মাত্র ৬ রান। নিয়েছেন দুইটি উইকেট। হিসেবি বোলিংয়ে বাংলাদেশের সবার ওপরে এখন মুস্তাফিজের নাম। 

দ্বিতীয় ম্যাচেও তার কাটার ম্যাজিক দেখার অপেক্ষায় টাইগার সমর্থকরা। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে কখনোই দুই বা তার বেশি ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার তাদের সামনে রেকর্ড গড়ার হাতছানি।   

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2