• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাকিস্তানকে ১৩৩ রানের লড়াকু টার্গেট দিলো টাইগাররা

প্রকাশিত: ১৯:৫৪, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানকে ১৩৩ রানের লড়াকু টার্গেট দিলো টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে লড়াই করছেন টাইগাররা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া টি-টোয়েন্টির প্রথম ইনিংসে নির্ধারিত ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৩৩ রান।

এর আগে শুরুর দিকে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। সে পরিস্থিতি থেকে বাংলাদেশের ত্রাতা হয়ে এল জাকের আলী ও শেখ মাহেদীর ব্যাট। দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করলেন ৫৩ রান। তাতেই বাংলাদেশ ধাক্কা সামলাল ভালোভাবে। তবে এরপরই মাহেদীর বিদায় ঘটল। বাংলাদেশ খুইয়ে বসল তাদের পঞ্চম উইকেট।

বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ষষ্ঠ ওভারে। এরপর মাঝের ওভারে বাংলাদেশকে আর কোনো বিপদে পড়তে দেননি জাকের আলী ও শেখ মাহেদী হাসান। শুরুর ব্যাটাররা উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেও এই দুজন পাক বোলারদের সামলেছেন ঠাণ্ডা মাথায়।

পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ জুটি গড়েন জাকের-মাহেদী। ২০১৪ সালে সাকিব আল হাসান আর নাসির হোসেন মিলে করেছিলেন ৪৪। আজ সে রেকর্ডটাকে পেছনে ফেলেন তারা। তবে ৪৯ বলে ৫৩ রান তুলে এই জুটি যখন আভাস দিচ্ছিল বড় কিছুর, তখনই মাহেদী বিদায় নেন। ২৫ বলে ৩৩ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার। এর একটু পর শামীম পাটোয়ারীও ফিরে গেছেন সাজঘরে। দানিয়ালের বল ব্যাটের কানায় ভেঙেছে তার স্টাম্প। ৪ বলে ১ রান করে ফিরে গেছেন তিনি। 

অন্যদিকে পাকিস্তানের হয়ে বোলিংয়ে ২ উইকেট করে পেয়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2