স্যাবাইনা পার্কে আন্দ্রে রাসেলের বিদায় সংবর্ধনা

ছবি: সংগৃহীত
জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে আন্দ্রে রাসেলকে সম্ভাব্য সেরা উপায়ে বিদায় সংবর্ধনা দিয়েছে জ্যামাইকা সরকার। কিন্তু শেষ ম্যাচে তাকে জয় উপহার দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আট উইকেটের সহজ জয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
টি–টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার আন্দ্রে রাসেলের বিদায়ী ম্যাচে টস হেরে ব্যাটিং পায় ক্যারিবিয়ানরা। স্যাবাইনা পার্কে ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয় স্বাগতিকদের। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৩ রান। ৩৬ বলে ৫১ করে তাতে প্রায় সব অবদান ব্র্যান্ডন কিংয়ের। এরপরই অজি বোলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৪ ওভার শেষেও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০০ স্পর্শ করেনি। সেই দলটিই শেষ ৬ ওভারে তুলে নেয় ৭৩ রান। তাতে বড় অবদান বিদায়ী ক্রিকেটার আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডব।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে ৩৭ বছরের এই অলরাউন্ডার ১৫ বলে দুই চার ও চার ছক্কায় ৩৬ রান করে আউট হন। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭২ রানের পুঁজি পায় ওয়েষ্ট ইন্ডিজ। জাম্পা তিনটি, ম্যাক্সওয়েল ও ন্যাথান এলিস দুটি করে উইকেট নেন। জবাবে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখে। ইংলিস ৩৩ বলে ৭৮, গ্রিন ৩২ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। গত রবিবার একই ভেন্যুতে নিরিজের প্রথম টি–টোয়েন্টি ৩ উইকেটে জিতেছিলো সফরকারী দল।
বিভি/এসজি
মন্তব্য করুন: