• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সর্বোচ্চ বেতন দাবি করলেন ভিনিসিউস, বিপাকে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১১:১১, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সর্বোচ্চ বেতন দাবি করলেন ভিনিসিউস, বিপাকে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদে সর্বোচ্চ বেতন দাবি করে বসেছেন ভিনিসিউস জুনিয়র। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে বড় ধরনের সমস্যায় পড়েছে বিশ্বের সবচেয়ে দামি ক্লাবটি। আলোচনাও ফলপ্রসু কোনো দিকে মোড় নিচ্ছে না।

এদিকে, ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি থাকলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লম্বা সময়ের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে রাখতে চায় রিয়াল। কিন্তু, স্প্যানিশ ক্লাবটি গত পাঁচ মাস ধরে নতুন চুক্তি নিয়ে আলোচনা চালালেও ভিনির চাওয়া বেতনের কারণে তা ঝুলে আছে।

জানা যায়, ২৪ বছরের ব্রাজিলিয়ান এই তারকা বর্তমানে বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো বেতন পান। নতুন চুক্তিতে তার চাওয়া ২ কোটি ইউরো। দলকে রেকর্ড ১৪ ও ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে অসাধারণ ভূমিকা রাখা ভিনির বেতন ৫০ লাখ ইউরো বাড়াতে রিয়ালের তেমন সমস্যা হওয়ার কথা নয়। বেতন বাড়লে ভিনিই হয়ে যাবেন রিয়ালের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। সেক্ষেত্রে রিয়ালকে বেতন বৃদ্ধি নিয়ে চাপ দিতে পারেন কিলিয়ান এমবাপ্পে।

গত মৌসুমে ভিনিকে ম্লান করে ২৬ বছরের ফরাসি ফরোয়ার্ডই ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। তার বর্তমান বার্ষিক বেতনও ভিনির সমান ১ কোটি ৫০ লাখ ইউরো। এ দু'জনের বেতন বাড়লে ২২ বছরের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামও চুপ করে থাকবেন না। স্পেনের সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, ‘বেতনকাঠামো’ ভাঙতে চায় না রিয়াল। ভিনিও তার দাবি থেকে সরে আসতে রাজি নন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2