• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

‘বহুদিন পর মুসলিম বিশ্ব একজন শিরদাঁড়াওয়ালা নেতা পেয়েছিলো’

‘বহুদিন পর মুসলিম বিশ্ব একজন শিরদাঁড়াওয়ালা নেতা পেয়েছিলো’

ইমরান খান আমার সর্বকালের সেরা প্রিয় ক্রিকেটার। উনার বীরোচিত আগ্রাসী অধিনায়কত্ব আমার কৈশোরের গতিপ্রকৃতি নির্ধারণ করেছে। মাঠে ছিলেন মেজাজী, প্লেয়ারদের যে কোন ভুলে উনার দেয়া গালিগুলোও ভাল লাগতো। অংশগ্রহণই বড় কথা, জয় পরাজয় নয়- এসব তত্ত্বকথার ধার ধারতেন না তিনি। দলের শক্তি যে লেভেলেরই হোক তিনি জয়ের জন্যই খেলতেন। প্রচুর ম্যাচ ফিক্সার টিম মেট নিয়ে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ক্যারিশম্যাটিক অধিনায়কত্ব দিয়ে। কুমিল্লার হাসান পেপারস থেকে দশ টাকা করে পোস্টার কিনে বাসায় টানিয়ে রাখতাম।

০৬:০৭ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

আড়াই ঘণ্টা পর পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন আবার শুরু

আড়াই ঘণ্টা পর পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন আবার শুরু

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার অধিবেশন আবার শুরু হয়েছে। দীর্ঘ আড়াই ঘন্টা মুলতবি থাকার পর জোহরের নামাজের পর আবার অধিবেশন শুরু হয়। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি তার অসম্পূর্ণ বক্তব্য শেষ করেন। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি ন্যাশনাল অ্যাসেম্বলির আজকের কর্মসূচির চার নম্বরে রয়েছে। অধিকাংশ আইনপ্রণেতাই উপস্থিত রয়েছেন পার্লামেন্টে। এ খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

০৪:৪৭ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

Advertisement
Advertisement